রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
06 Nov 2024 12:45 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে এবার সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এই অঞ্চলে চলতি বছর বিভিন্ন নদ-নদী চরেও তেল জাতীয় এ ফসলের আবাদ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এ উপজেলায় ৪হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। যা গত মৌসুমে চেয়ে চলতি মৌসুমে ৭৬৫ হেক্টর জমি বেশি চাষাবাদ হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এতে কৃষকরা লাভবান হবেন, পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটাতে সহায়তা করবে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা গেছে, নদীর চরেও এ ফসল চাষ করেছেন কৃষকরা। ঐ এলাকার চরের কৃষক মধু মিয়া জানান, গত মৌসুমের চেয়েও চলতি মৌসুমে ২ বিঘা জমিতে বেশি সরিষা চাষ করেছে। তার প্রতি বিঘা জমিতে ২ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। সরিষা খেতে গেলে প্রাণটা তার ভরে যায়। একই ইউনিয়নের তোজাম্মেল হক জানান, সরিষা চাষের খরচও কম লাভ অনেক বেশি। এতে সেচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায় সরিষা চাষে লাভ বেশি। তাছাড়া বর্তমান বাজারে সয়াবিন তেলের দাম বেশি হওয়ায় নিজে সরিষা চাষ করে তেল মাড়াই করে খাওয়া অনেক ভালো।
একই জমিতে সরিষা চাষ করলে সবমিলিয়ে ৩টি ফসল উৎপাদন করা যায়। কৃষকরা বলছেন, আমন ধান কাটা-মাড়াই এর পর ৩-৪মাস জমি পতিত থাকে। এসময়ে ওই সব জমিতে বাড়তি লাভের আশায় সরিষা চাষ করেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতামে কাউছার মিশু জানান, কৃষকরা এখন অনেকটাই সচেতন হয়েছেন। তারা নিজ পরিশ্রমে সরিষা চাষ করে সেখান থেকেই তেল সংগ্রহ করে তাদের নিজের চাহিদা মিটিয়ে তেল বিক্রিও করছেন। আগামীতে আরও বেশি সরিষা চাষে আগ্রহী হবে এজন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।