রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
16 Nov 2024 05:40 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে শেরপুরে লিফলেট বিতরণ করেছে পৌর বিএনপি।
৩১ ডিসেম্বর বিকেলে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। গনসংযোগকালে নের্তৃবৃন্দরা বলেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে।
তাই এই তামাশার নির্বাচন বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এ সংসদ ভেঙে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। গনসংযোগকালে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে করে যাচ্ছে। তাই শেখ হাসিনার এ তামাশার নির্বাচনে জনগণ যেন অংশগ্রহণ না নেয়। সে জন্য ভোটারদের মাঝে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহুমা ইসলাম রিচি, যুবদল নেতা আয়োব আলী মন্ডল, আবু রায়হান, সোহানুর রহমান লাবু, সাফিউল আলম সুবজ, ফরহাদ হোসনে, অশোক মাহমুদ রোমান, আরমান, রাফি আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেটে বিএনপি নেতারা ৭ জানুয়ারি ভোট বর্জন, ভোটগ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন, মিথ্যা ও রাজনৈতিক মামলার আসামিরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
এক দফা দাবী আদায়ে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে ৩১ ডিসেম্বর ও ১লা জানুয়ারী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও তার সমমনা দলগুলো।