বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
16 Nov 2024 03:57 am
৭১ভিশন ডেস্ক:- রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চার যাত্রীর নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে চারজন মারা গেছেন। এরমধ্যে একজন বিএনপির নেতা। মারা যাওয়া ব্যক্তি নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র সদস্য এবং গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, নিজের লোককে নিজে কেউ আঘাত করে না। এটা যে সরকারের একেবারেই একটি পরিকল্পিত ঘটনা, তা আবারও প্রমাণিত। মারা তো গেল মা-শিশু ও বিএনপির নেতা। অপরাধ করলে অপরাধের তো কিছু চিহ্ন রয়ে যায়। সেদিন বলেছি, বিচার বিভাগীয় তদন্ত করতে। কিন্তু বিচার বিভাগ তো সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। তাই এ ঘটনার আমরা জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্ত চাই।
সংবাদ সম্মেলনে রিজভী বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। রিজভী জানান, এ সময়ে গ্রেফতার হয়েছে ২৩৫ জন নেতাকর্মী, আহত হয়েছে ৩০ জন। মারা গেছে ২ জন। মামলা করা হয়েছে ৯টি। আসামি করা হয়েছে ৮৪৬ নেতাকর্মীকে।