বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
15 Nov 2024 02:27 am
৭১ভিশন ডেস্ক:- আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করতে হবে। কেউ যেন এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এ নির্বাচনের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্রকে আরো সুদৃঢ় করবো।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ির জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
জনসভা শেষে ৫টি জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে জনগণ ও ভোটারদের অংশগ্রহণ অপরিহার্য। কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে বা নিচ্ছে না, তাতে কিছু যায় আসে না।
তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন। ভোট কারচুপির সুযোগ না থাকায় বিএনপি নির্বাচনে অংশ নেবে না। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি আর বিএনপির কাজ কী? তারা জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাসই ভালো বোঝে আর সবসময় এগুলোই করে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ১৯৯৬ ও ২০০৬ সালে দুইবার ভোট চুরির অপরাধে দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করেছিল। আর এখন তাদের মুখে গণতন্ত্র ও ভোটের কথা শুনতে হয়। জনগণকে ভোটের অধিকার আওয়ামী লীগই দিয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। এবারের নির্বাচনে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ অবাধে ভোট দেবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের কাছে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। কিন্তু কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না। দেশের কোথাও কোনো ধরনের সংঘাত বা মারামারি দেখতে চাই না। কেউ সহিংসতা করলে প্রশাসন ব্যবস্থা নেবে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।