সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
12 Nov 2024 05:45 am
সঞ্জু রায়, বগুড়াঃ- নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে এখনও বিএনপি'কে আইনের মধ্যে থেকে সুযোগ দেয়া সম্ভব। তবে সংবিধান মেনে ২৮ জানুয়ারির মধ্যেই তা হতে হবে। তিনি বলেন, ৪৪টি রেজিস্ট্রেশনভুক্ত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে যা মেজরিটি অংশ তবে সব দলের নির্বাচনে আসতেই হবে এমন আইন নেই।
সোমবার দুপুরে বগুড়া বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন ইসি রাশেদা সুলতানা।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রাশেদা সুলতানা আরো বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও যে কোন অপ্রীতিকর প্রস্তুতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের তবে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে না। এছাড়াও গণমাধ্যম কর্মীদের কাজে বাধা দিলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার রাশেদা। এর আগে সকাল ১০টায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভায় ইসি রাশেদা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এসময় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম, র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, বগুড়ার সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসানসহ নির্বাচন কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ, উপজেলা নির্বাচন অফিসার ও অফিসার ইনচার্জরা অংশগ্রহণ করেন।