বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
14 Nov 2024 12:30 pm
৭১ভিশন ডেস্ক:- জাতীয় পার্টির (জাপা) বনানী কার্যালয়ে চতুর্থ দিনের মতো মনোনয়ন ফরম জমা দিতে এবং কিনতে ভিড় দেখা গেছে নেতাকর্মীদের। মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা আরও এক দিন বাড়িয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই সারা দেশ থেকে লাঙ্গলের কাণ্ডারিরা দলের বনানী কার্যালয়ে ভিড় করেন। সবার প্রত্যাশা দল থেকে মনোনীত হবেন তিনি এবং নির্বাচিত হলে কাজ করবেন জনকল্যাণে।
দুপুর ১২টায় বনানী কার্যালয়ে আসেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে অনেকে বেশি জনমুখী দল জাতীয় পার্টি।
মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়ে অনেকে বলেন, রাজনীতিতে আসা উচিত রাজনীতিবিদদেরই। তাহলেই সুফল মিলবে কেন্দ্র থেকে প্রান্তের সব মানুষের।
এদিকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ কার্যক্রম এক দিন বাড়িয়েছে জাপা। এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ কার্যক্রম শুক্রবারও (২৪ নভেম্বর) চলবে। সেই সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ-পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।