বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
17 Nov 2024 01:25 am
৭১ভিশন ডেস্ক:- জাতীয় নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা পর তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে রাত ৯টা ১২ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন।
সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে জাপা চেয়ারম্যান বলেন, কয়েক দিন আগে রাষ্ট্রপতি আমাকে টেলিফোনে করেছিলেন, আজকে আবার ফোন করে বললেন, ফ্রি থাকলে আসেন। তাই মনে করলাম আজকে দেখা করে আসি।
জি এম কাদের আরও বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আনুষ্ঠানিক কোনো বৈঠক ছিল না। তফসিলের বিষয়ে কোনো আলাপ হয়নি।
এর আগে, মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে জি এম কাদের বলেন, নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?
নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানান বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি।
জাপা চেয়ারম্যান বলেন, দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে। যুক্তরাষ্ট্র যেহেতু সবাইকে চিঠি দিয়েছে, তাই আমরা আশা করছি বিএনপিও সংলাপে অংশ নেবে।
পিএনএস