মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
17 Nov 2024 02:52 am
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে তফসিল ঘোষণা হবে। পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। তবে বিএনপি ও জামায়াত, যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, ২০১৩ ও ১৪ সালে ওরা যেভাবে আগুন সন্ত্রাস করেছিল আবারও সে পায়তারা আছে। আমাদের কাছে খবর আছে আগামী সাত আট দিন ওরা এটা আরও বাড়াবে।
ফতুল্লা থানার পঞ্চবটীতে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে (পঞ্চবটী-মুক্তারপুর) সড়কের কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, তাদের মূল উদ্দেশ্য কেয়ারটেকার না। ওদের উদ্দ্যেশ্য বাংলাদেশে একটা পাপেট সরকার আনা এবং দেশটাকে একটা কলোনির মত করে চালানো।
তিনি আরও বলেন, পৃথিবীর বহু জায়গায় নির্বাচন হচ্ছে। সেখানে কোনো কথা নেই। গাজায় হাসপাতালে আগুন দিচ্ছে, সেখানে মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠে না। শুধু বাংলাদেশ নিয়ে তারা খুব উদগ্রীব। এর কারণ আমাদের ভৌগলিক সীমা। আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি।
শামীম আরও বলেন, নির্বাচন হবে সময়মত। কিছু ডালপালা হয়ত ভাঙবে, কিছু শামীম ওসমান হয়ত মরবে। ওরা আমাদের ওপর আঘাত করতেই পারে। বারবার করেছে। জাতির পিতার কন্যাকে হত্যার চেষ্টা করেছে, আমাদের ওপর বোমা হামলা করেছে। আমাদের ওপর নির্দেশ রয়েছে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে। আমরা সেটা রাখবো। সময়মত নির্বাচন হবে এবং উন্নয়ন চলমান থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী প্রমুখ।