শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
14 Nov 2024 12:04 pm
৭১ভিশন ডেস্ক:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সাদ এরশাদ বলেছেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমান কাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন
করে আসছে। এ উৎসব সর্বজনীন উল্লেখ্য করে সাদ এরশাদ আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে জাতীয় উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। “দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত করবে" বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পল্লীবন্ধু এরশাদ পুত্র আজ রাতে রংপুর মহানগরীর সনাতন ধর্মাবলম্বীদের প্রদান মন্দির "ধর্মসভা"য় তাঁর নিজ অনুদানে "রংপুর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির এর নিচতলায় নির্মিত দূর্গা মন্দিরের বাউন্ডারি ওয়াল ও গেট"র উদ্বোধন অনুষ্ঠানে এ-কথা বলেন।
ধর্মসভায় সাংসদ সাদ এরশাদ স্ত্রী মাহিমা সাদ এরশাদকে সাথে নিয়ে উপস্থিত হলে প্রদান ফটকে তাদের স্বাগত জানান ধর্মসভা রংপুরের কার্যকরী কমিটির সভাপতি শ্রী ভবতোষ সরকার বাচ্চু, সহ-সভাপতি শ্রী পার্থ বোস সহ মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্ত-অনুরাগী গন।
এ-সময় উপস্থিত ছিলেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান, সাংসদের ব্যক্তিগত সহকারী ও কর্মকর্তাবৃন্দ।