রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩
16 Nov 2024 11:39 pm
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০১৪ সালে নির্বাচন করেছেন এতে জাতি কিছু বলেনি, ২০১৮ সালে নির্বাচন দিনের ভোট রাতে করেছেন, জাতি চুপ ছিলো, কিছু বলেনি। তবে ২০২৪ এর নির্বাচনে এমন করতে দেয়া হবে না। জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এখন বলছেন এই তত্ত্বাবধায়ক সরকার এখন সংবিধানে নেই, কিন্তু এক সময় আপনি বলেছেন আজীবন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল পালন করেছেন। জনগণের জন্যই সংবিধান তৈরি করা হয়েছে। জনগণ যেই দাবি তুলবে গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই সংবিধান। তাই জনগণের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দিতেই হবে।
রবিবার বিকেলে শহরের পুরাতন পৌরসভা সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক সংকট উত্তোরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আয়োজিত সমাবেশে চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, জনগণের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। বর্তমান বাজারের নিত্যা প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের দাম কমাতে হবে। সরকার এক শ্রেণীর ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে গিয়ে বাজারে দ্রব্যেমূল্যের দাম এতো বেশি হচ্ছে। সরকার দলীয় এই ব্যবসায়ীদের সিন্ডেকেট ভাঙতে হবে।
সমাবেশে পিরোজপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো: ইয়াহজিয়া হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়া সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউল রহমান, সাংগঠনিক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্ঠা হাফেজ মাওলানা মো: মাসুম বিল্লাহ সহ জেলার নেতৃবৃন্দ।