শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০২৩
16 Nov 2024 12:34 pm
৭১ভিশন ডেস্ক:- চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি বিমানবন্দরে হয়রানি শিকার হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের হয়রানি করার জন্য সরকারের যে যতরকম কৌশল আছে, তাই ইমিগ্রেশনে মোকাবেলা করতে হয়েছে। বিরোধীদলের সব নেতাকেই এ ধরনের হয়রানির শিকার হতে হয়। আমাদের যারা বিরোধী দল করি, আমাদের বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশনে হয়রানি করে, ফেরার পরও হয়রানি করে। এটা এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গেছি, তারপরও হয়রানি করা হয়েছে।’
গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম। দুজনেই নানা শারীরিক সমস্যা ভুগছিলেন। চিকিৎসকদের ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চেকের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো নোংরা কথা। এই সরকার এমন একটি সমাজ-জগৎ তৈরি করেছে, যেখানে নোংরামি ছাড়া কিছুই নেই। এটা দুঃখজনক বিষয়। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে জড়িত আছি, আমাদের নিয়ে এ ধরনের নোংরা কথাবার্তা মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। এর উত্তর দেওয়াটাও লজ্জাকর ব্যাপার।’