শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০২৩
16 Nov 2024 01:19 pm
খানআলামিন (পিরোজপুর) নাজিরপুর প্রতিনিধি:- ৩১ আগষ্ট বিকেল ৩ ঘটিকা:পিরোজপুরের নাজিরপুর কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে ১৯৭৫ এ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সবাই কে হত্যার ৪৮তম শোক দিবস উপলক্ষে এক স্বরনসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিকেল ৩টায় অনুষ্ঠিত এই শোক সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর -১আসনের মাননীয় সাংসদ ও মাননীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ।
এছাড়া ও উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু চন্ডীচরন পাল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রোজীনা নাসরিন (রোজী)ছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক,পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ খান ছারা ও জেলা যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আলামিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপশ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন খান,নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম (বাবুল) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবু চঞ্চল কান্তি বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগ নেতা বাবু নির্জন কান্তি বিশ্বাস,শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন - শেখহাসিনা আমাদের নেতা,শেখহাসিনা যাকে প্রার্থী দিবেন তার কাজ করতে হবে তিনি আরো বলেন শেখ হাসিনার বিকল্প সুধু শেখহাসিনা।শেখ হাসিনা না থাকলে জয়বাংলা ও থাকবে না, বাংলাদেশ ও থাকবে না আর আমরা ও থাকবোনা।
শেখহাসিনা কলাগাছ দিলেও তার পক্ষে কাজ করতে হবে, জামাত বিএনপি আবার ও ক্ষমতায় আসার ষড়যন্ত্রে নেমেছেন সবাই কে প্রতিহত করে শেখহাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।বিকেল তিনটায় অনুষ্ঠিত এই শোক সভা ওদোয়া অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তা জনসমুদ্রে পরিনত হয়।
অনুষ্ঠানের সঞ্চালন করে উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী । সর্বশেষে ৭৫ এর ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয় ।