শনিবার, ১২ আগস্ট, ২০২৩
17 Nov 2024 02:23 am
শনিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
যুবলীগের এ নেতা বলেন, মরতে হয় মরবো—তাও দেশের স্বার্থে, শেখ হাসিনার স্বার্থে পুনরায় আবার শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনবো।
তিনি বলেন, ২১ আগস্ট জোট সরকার এবং তারেকের নেতৃত্বে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। এই হামলায় আমাদের অনেক নেতাকর্মী নিহত ও আহত হন। ওই হামলার পর কোনো ডাক্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের চিকিৎসা করতে চায় নাই, সেখানে বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে আমাদের আহত নেতাকর্মীদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা–কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা–কর্মী।