সোমবার, ০৭ আগস্ট, ২০২৩
16 Nov 2024 12:40 pm
সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দলের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এদেশে তত্ত্বাবধায়ক আর ফিরে আসবে না। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
একই অনুষ্ঠানে দলের আরেক এক প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া নির্বাচন বানচালকারীদের উদ্দেশে বলেন, যারা নির্বাচন বানচাল করতে চাচ্ছেন, বিশৃঙ্খলা করতে চাচ্ছেন আপনাদের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, আপনাদের প্রভু ৭১সালেও সপ্তম নৌবহর পাঠানোর কথা বলে ফিরে গেছিল,কিছু করতে পারেনি। এবার কিছুই করতে পারবে না। নির্বাচন হবে হবেই, আমরা সবাই প্রস্তুত। কিন্তু যারা নির্বাচন বানচালে জ্বালাও পোড়াও করবে তাদের কবর রচনা করা হবে।
আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, শেখ হাসিনা ও ইসির অধিনেই সুষ্ঠু ও গ্রহণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচন করবো।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, তারা একের পর এক বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। এদের প্রতিহত এবং উৎখাত করতে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ১৪ দল সারাদেশে মাঠে থাকবে।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।