বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩
16 Nov 2024 04:55 am
৭১ভিশন ডেস্ক:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ায় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (২ আগস্ট) বিকেলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে ঢাকা ছাড়া বৃহস্পতিবার (৩ আগস্ট) সারাদেশে মহানগর ও জেলা শহরে সমাবেশ করবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল।
এ ছাড়া শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
এদিকে, তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের এই রায়কে ‘হিংসা ও আক্রোশ’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপির এক দফার আন্দোলন নস্যাৎ করতেই সাজানো রায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দলীয়করণ করে প্রতিটি রায় ফরমায়েশি দেওয়া হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সরকার তার কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। সেজন্যেই সরকারপ্রধানের নির্দেশে এই ফরমায়েশি রায় দেওয়া হয়েছে।