শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
16 Nov 2024 12:30 pm
ভোলা প্রতিনিধি : ভোলা থেকে উত্তোলিত গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে সংযোগ দেওয়াসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা এমরান নায়ক।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে গ্রামের বাড়িতে বেড়াতে এসে ইলিশা নর্থ-১ গ্যাসকূপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
ছোট পর্দার এ অভিনেতা ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের বাসিন্দা। অভিনয় পেশায় যুক্ত থাকায় বর্তমানে তিনি রাজধানী ঢাকায় থাকেন।
এ অভিনেতা বলেন, ‘ভোলার ঘরে ঘরে গ্যাস চাই। ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করে শিল্পকারখানা নির্মাণ করতে হবে।'
পাঁচ দফা দাবিগুলো হলো- ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ বন্ধে উদ্যোগ নেওয়া, ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া, ভোলার বিসিক শিল্পনগরীতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া, ভোলাসহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়া এবং ভোলায় গ্যাসভিত্তিক সবুজ শিল্পায়ন পরিকল্পনা গ্রহণ করা।
এ অভিনেতা আরও বলেন, বরিশাল বাংলাদেশের অনুন্নত বিভাগগুলোর একটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা গেছে, খানাভিত্তিক দারিদ্র্যের হারের দিক থেকে বরিশালের অবস্থান সর্ব শীর্ষে। শিল্পায়ন না হওয়া, শিল্পায়নের জন্য রেল যোগাযোগ বা গ্যাস সংযোগ না থাকাসহ নানা কারণে বরিশাল বিভাগের এই অনুন্নত দশা।
এসময় তিনি ভোলা-বরিশাল ব্রিজ ও ভোলা রক্ষায় সিসি ব্লকেরও দাবি জানান।