সোমবার, ২৪ জুলাই, ২০২৩
12 Nov 2024 04:51 am
রোববার (২৩ জুলাই) সাকিবের দল ৭ উইকেটে জয় পেয়েছে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে। এদিনও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মন্ট্রিয়ল অধিনায়ক ক্রিস লিন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান করে শোয়েব মালিকের দল মিসিসাগা প্যান্থার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে কিউই অলরাউন্ডার জিমি নিশাম। এছাড়াও ৪৬ রান আসে নবনীত ধালিওয়ালের ব্যাট থেকে।
সাকিব এদিন ছিলেন মিতব্যয়ী। নিজের প্রথম ওভারে আজম খানের তোপের মুখে পরলেও, সেই খানকে ফিরিয়েই দলকে ম্যাচে ফেরান সাকিব। তাকে এলবিডব্লিউতে আউট করেন টাইগার অলরাউন্ডার। যদিও এরপর বল হাতে আর সফলতা পাননি সাকিব। সাকিব ৪ ওভারে দেন ২৮ রান।
রান তাড়া করতে নেমে শুরুতেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় মন্ট্রিয়ল। তবে অধিনায়ক লিনকে নিয়ে ৬০ রানে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান সাকিব। সাকিব ২৪ বলে ৩৬ রান করে আউট হলেও, লিন একপ্রান্ত আগলে ধরে ব্যাট করতে থাকেন। অজি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৪ রানে। লিনকে সঙ্গ দেন রাদারফোর্ড। তার ব্যাট থেকে আসে ২৭ রান।
লিন তার ৬৪ রানের অপরাজিত ইনিংসে মারেন ৯ চার এবং একটি ছক্কা। মন্ট্রিয়ল টাইগার্স জয় তুলে নেয় ২৫ বলে ও ৭ উইকেট হাতে রেখে। ছয় দলের এই টুর্নামেন্টে দুই ম্যাচে দুইটিতেই জিতেছে মন্ট্রিয়ল। টেবিলে তাদের অবস্থান দুইয়ে।