মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩
16 Nov 2024 06:30 am
বলে যেও ছেড়ে যাওয়ার কারণ,
বলে যেও শরৎ প্রভাতে
তোমার আমার কেন দেখা বারণ!
মনের আকাশে মেঘ জমে
ভেজা ভেজা টলমল দুই নয়ন,
যখন তখন হানা দেয়
পোড়ায় তোমার স্মৃতির দহন!
বাইরে যে রোদ ঝলমল
মনেতে তবু বরষার আবাহন,
তোমার কথা মনে হলেই
দু'চোখে নামে বেদনার প্লাবন।
কি সুখের আশায় আমায়
ছেড়ে গেলে তুমি জানিনে কি কারণ,
হয়তো অনেক সুখেই আছো
করোনাকো আর আমায় স্মরণ।
দেখা হয় যদি আবারও
বলে যেও শপথ ভাঙার কারণ,
বলে যেও তোমাতে আমাতে
কখনও কেন মিলনেতে বারণ।