মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
16 Nov 2024 05:23 am
কয়েকদিন আগে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। লাইভে তিনি জানান, তার বোন হারিয়ে গেছেন। খুঁজে পাচ্ছেন না। স্কুলে যাওয়ার পর দেখেন তার বোন নেই। বোনের পরনে স্কুল ড্রেস ছিল।
এরপর থেকেই বোনকে খোঁজে পাওয়ার জন্য সবার কাছে আকুতি জানান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আর ফেসবুকে এসব কথা বলার ভিডিওটি ছিল র’ ফুটেজ। যা সম্পাদন করা কোনো ভিডিও নয়। অর্থাৎ সরাসরি ফেসবুক লাইভে এসে শুরুতে এভাবে কথা বলার জন্য সবাই বুঝে নেন, সত্যিকারেই তার বোন হারিয়ে গেছেন।
ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ নেটিজেনরা পড়ে যান বিভ্রান্তিতে। প্রশ্ন জাগে, আসলেই কি তার বোন হারিয়ে গেছেন। যা লাইভ ভিডিওর পোস্টে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যায়।
কিন্তু এটি যে কেবলই প্রচারণার অংশ ছিল, তা বুঝে উঠতেই সময় লাগে সবার। এভাবে প্রচারণার কারণে অনেকেই ক্ষিপ্ত হয়েছেন অভিনেত্রীর ওপর। অনেকেই তাসনিয়া ফারিণের লাইভে মন্তব্য করে এমনটাই জানান।
নেটিজেনদের ভাষ্য, তাসনিয়া ফারিণের লাইভের কথায় কোনো অভিনয় মনে হয়নি তাদের কাছে। এ কারণেই তারা চিন্তিত হয়ে পড়েন। এ কারণে অনেকে তাকে পরামর্শ দিতে থাকনে।t
দিন ইসলাম নামে একজন মন্তব্য করেন, আমার এক বন্ধু ভিডিওটা শেয়ার দিয়েছে সহানুভূতি দেখিয়ে। আমিও সহানুভূতি নিয়েই ভিডিওটি দেখছিলাম। পরে দেখি এটা আপনার প্রোমোশনাল ভিডিও। আবার এরশাদ রনি নামের একজন লিখেছেন, এরকম লাইভ করা ঠিক হয়নি। লাইভে আসা আর অভিনয়, এক জিনিস হতে পারে না