বুধবার, ৩১ মে, ২০২৩
12 Nov 2024 02:54 am
৭১ভিশন ডেস্ক:- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতি দিয়েছে, এটা নির্দিষ্ট কারো জন্য দেওয়া হয়নি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য দেওয়া হয়েছে। এটা আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক হবে।
আজ বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন পিটার হাস। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, ভিসা যার যার দেশের ব্যাপার। তারা কাকে ঢুকতে দেবে, কাকে দেবে না- সেটা তারাই জানে। এখানে আমাদের কিছু বলার নেই।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন চায়। আমরা তাদের জানিয়েছি, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে। কোনো ষড়যন্ত্র কিংবা বন্দুকের নল নয়, মানুষের ম্যান্ডেটেই আগামী নির্বাচন হবে। আপনারাও (যুক্তরাষ্ট্র) সেটির জন্য উৎসাহ প্রকাশ করেছেন। সে জন্য যে ভিসা নীতি দিয়েছেন, আমরা স্বাগত জানাই।
এ সময় সুষ্ঠু ভোটের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে স্বাগত জানিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।