বুধবার, ১৭ মে, ২০২৩
16 Nov 2024 01:14 am
৭১ভিশন ডেস্ক:- গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৯ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশ নেওয়া ২৯ জনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- হাসান আজমল ভূঁইয়া, হান্নান মিয়া হান্নু, ফয়সাল আহমেদ সরকার, মোসলেম উদ্দিন চৌধুরী মুসা,অ্যাডভোকেট আলম, রফিকুল ইসলাম রাতা, তানভীর আহম্মেদ, সবদের হাসান, মজিবুর রহমান, মাহবুবুর রশীদ খান শিপু, জিএস মনির ও খায়রুল আলম, ফারুক হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল আওয়াল সরকার, অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকি, সুলতান উদ্দিন আহমেদ, শফি উদ্দিন সফি, মোবারক হোসেন মিলন, সেলিম হোসেন, আনোয়ার সরকার, শাহীন আলম, ও আবুল হাশেম। ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, হাসিনা মমতাজ ও ফিরোজা বেগম, খন্দকার নূরুন্নাহার, কেয়া শারমিন।
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুগান্তর