রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
27 Dec 2024 02:04 pm
দেশের শোবিজ জগতের তারকাদের অবদানের স্বীকৃতি ও সম্মাননা জানাতে ২০২০ সাল থেকে শুরু হয় এ 'আইকনিক স্টার অ্যাওয়ার্ড'। প্রতিবছর বর্ণিল আয়োজন করে তারকাদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। ব্যতিক্রম হয়নি এবারও।
দেশের সীমানা পেরিয়ে ভারতের কলকাতায় এই অনুষ্ঠানে অংশ নিতে তাই বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছিলেন জিয়াউল রোশন, পূজা চেরি, ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিণ, চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাসসহ আরোও অনেকে।
কলকাতা থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শ্রীলেখা মিত্র, ইমন চক্রবর্তী, জোজো, ঐন্দ্রিলা, রূদ্রনীল ঘোষ, দেবলীনা কুমার, দুর্নিবার সাহাসহ অন্যরা। অনুষ্ঠানের আয়োজক ছিলেন পিয়াল হোসেন ও শর্মিষ্ঠা ঘোষ। এ অনুষ্ঠানের মঞ্চে দুই বাংলার মোট ৩০ জন তারকার হাতে তুলে দেয়া হয় শ্রেষ্ঠত্বের শিরোপা।
আর এই অনুষ্ঠানের মঞ্চেই একসঙ্গে হয়েছিলেন চঞ্চল চৌধুরী ও শ্রীলেখা মিত্র। সেরা পরিচালক হিসেবে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছেন অভিনেত্রী। মঞ্চের দারুণ এক টুকরো মুহূর্ত শনিবার ( ২৯ এপ্রিল) সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীলেখা।
ফেসবুকের ওই পোস্টে দেখা যাচ্ছে, হাতে পুরস্কার নিয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে স্টেজ শেয়ার করছেন অভিনেত্রী। এ ছবির সঙ্গে শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিটা....কুছ কুছ হোতা হ্যায়, আমাদের একসাথে প্লিজ কেউ কাস্ট করো।’ ব্যাস শ্রীলেখার এই পোস্ট আসা মাত্রই কমেন্টের বন্যা।
চঞ্চল চৌধুরীর কাজ বরাবরই পছন্দ করেন শ্রীলেখা মিত্র। আর পুরস্কারের এই মঞ্চে চঞ্চল চৌধুরীর দেখা পেয়ে ফ্যান গার্ল হয়ে উঠেছিলেন টালিপাড়ার এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ইচ্ছা প্রকাশের পর এই জুটি নিয়ে আগ্রহ যে দর্শক মহলে রয়েছে, তা অভিনেত্রীর পোস্টের কমেন্টেই স্পষ্ট হয়ে উঠেছে।