বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
16 Nov 2024 07:25 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ উত্তরের জনপদ গাইবান্ধা জেলায় বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সাদুল্লাপুর উপজেলায় রয়েছে ‘জামালপুর শাহী মসজিদ’ বা ‘গায়েবি মসজিদ’। এই মসজিদটি কবে, কখন ও কিভাবে নির্মিত হয়েছে তা কেউ জানেন না। তবে ধারণা করা হয়- প্রায় ৭শ বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছে। সেই সময় থেকেই ইতিহাস-
ঐতিহ্যের প্রাচীনতম এই মসজিদটি আজও দাঁড়িয়ে রয়েছে অক্ষত অবস্থায়।
বড় জামালপুর গ্রামের জামালপুর সিনিয়র মাদ্রাসার সামনে মসজিদটি অবস্থিত। আর এই মসজিদের উত্তর দিকে রয়েছে পীরে কামেল হজরত শাহ জামাল (রহ.)-এর মাজার শরীফ ও দক্ষিণ পার্শ্বে হজরত শাহ জামাল (রহ.) এতিমখানা।
খোঁজ নিয়ে জানা যায়, ইংরেজ শাসন আমলে মসজিদটি প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়ে যায়। এলাকায় জনবসতি না থাকায় বনজঙ্গল আচ্ছন্ন হয়ে মসজিদটি ঢাকা পড়ে যায়। বিগত ৬০ দশকের প্রথম দিকে গাইবান্ধা মহকুমা প্রশাসক হিসেবে হক্কানি কুতুবউদ্দিন নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি দায়িত্ব পাওয়ার পর স্থানীয়দের কাছে মসজিদটির ইতিকথা শোনেন। লোকজনের কথা শুনে তিনি স্থানীয় জনগণের সহযোগিতায় মসজিদটি অনুসন্ধান করতে থাকেন। কিন্তু মসজিদটির জায়গায় বিশাল বট গাছ গজিয়ে ওঠায় মসজিদটি বটবৃক্ষের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল। হঠাৎ একদিন প্রচণ্ড এক ঝড়ে বট গাছটি ভেঙে পড়লে স্থানীয় লোকজন মসজিদটি দেখতে পায়। সেই থেকে মানুষ মসজিদটিকে ‘গায়েবি মসজিদ’ হিসেবে আখ্যায়িত করে আসছে।
মসজিদটি উদ্ধারের কিছুদিন পর সিলেটের কামেল ব্যক্তি হজরত শাহ্ জামাল (রহ.) স্ব- পরিবারে এ এলাকায় আগমন এসেই তিনি মসজিদটি দেখাশুনা শুরু করেন। সেই থেকে মসজিদটির নামকরণ হয় 'জামালপুর শাহী মসজিদ।'স্থানীয়রা জানায়, সুলতান মাহমুদের আমলে সৈয়দ ভোম আলী ভারতের শিলিগুঁড়ি থেকে হজরত খাঁজা মঈন উদ্দিন চিশতির নির্দেশে ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে এসে হজরত শাহ জামালের সঙ্গে মিলিত হন। হজরত শাহ জামালের নামানুসারে ইউনিয়ন ও গ্রামের নামকরণ করা হয় ‘জামালপুর’। এই মসজিদের উত্তর পাশে রয়েছে পীরে কামেল হজরত শাহ জামাল (রহ.)-এর মাজার। ১৯৪০ সনের রেকর্ড অনুযায়ী মসজিদের ১৬ শতক জমির মালিক ছিলেন বড় জামালপুর গ্রামের মরহুম খন্দকার আবদুল মজিদ গং।
জামালপুর শাহী মসজিদের ইমাম মাওলানা মো. হুমায়ন কবির আজাদী বলেন, ‘বাহির থেকে অনেক বড় মনে হলেও মসজিদের ভেতরে শুধুমাত্র দুই কাতারে ৬০ জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করা যায়। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে এলাকার লোকজন মসজিদের মূল অবকাঠামো ঠিক রেখে সামনের দিকে (সংযুক্ত) মসজিদ ভবন নির্মাণ করেছে। মসজিদের ৩য় তলার কাজ সম্পন্ন করা হয়েছে। এখন ৮শ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।’
জামালপুর শাহী মসজিদ কমিটির সভাপতি খন্দকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আগের চেয়ে মসজিদটির অনেক প্রসারিত করা হয়েছে। আরও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। ধর্মপ্রাণ মানুষের সাহায্য-সহযোহিতা ও মানতের অর্থ ইত্যাদি দিয়ে স্থানীয়দের আর্থিক সহযোগিতা নিয়ে মসজিদটি পরিচালিত হচ্ছে।'গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মো. অলিউর রহমান বলেন, ‘জামালপুর শাহী মসজিদের কথা আমি শুনেছি। মসজিদটি পরিদর্শন করে গাইবান্ধার ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে তুলে ধরার চেষ্টা করবো।’