বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
14 Nov 2024 12:29 pm
৭১ভিশন ডেস্ক:- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।
এক শোক বার্তায় তিনি বলেন, ডা. জাফরুল্লাহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কন্ঠ, জনদরদী ও দেশপ্রেমিক নাগরিক। সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে জীবনভর দেশের জন্য কাজ করেছেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি ব্যক্তিগত ক্যারিয়ার ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। রণাঙ্গনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন। সর্বজনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল। আমৃত্যু মানুষকে সহজলভ্য ভাবে চিকিৎসা দিয়ে গেছেন।
মিজানুর রহমান মিজু মরহুমের আত্মার শান্তি কামনা করে এবং জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।