বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
14 Nov 2024 12:40 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ১২ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়ানে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডা. জাফরুল্লাহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সময়ের সাহসী সন্তান, স্পষ্টভাষী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার কন্ঠ, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অকুতোভয় সৈনিক, জনদরদী ও দেশপ্রেমিক ছিলেন। সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে জীবনভর দেশের জন্য কাজ করেছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতৃদ্বয় বলেন, ’৭১ সালে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশ মাতৃকার স্বাধীনতার ডাকে তিনি ব্যক্তিগত ক্যারিয়ার ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। রণাঙ্গনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন। সর্বজনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল। আমৃত্যু মানুষকে সহজলভ্য ভাবে চিকিৎসা দিয়ে গেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন। জীবন সায়াহ্নেও তিনি দেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে রাজপথে ছিলেন আমাদের সাথী হিসেবে।
বিবৃতিতে কমরেড দ্বয় বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে দেশ এক মানব দরদী দেশপ্রেমিকে হারালো। আর অধিকার বঞ্চিত মানুষ হারালো তাদের অকৃত্রিম বন্ধুকে। বিবৃতিতে তাঁরা মরহুমের পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুদের প্রতি সহমর্মিতা জানান ।