বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
14 Nov 2024 12:30 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান ১২ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ৮ মাসের ব্যবধানে আবারো সারের মূল্য বৃদ্ধির ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার আবারও ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপিসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সারের মূল্য কেজিতে ৫ টাকা বাড়িয়েছে এবং তা ১০ এপ্রিল থেকে কার্যকর করেছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২২ টাকা থেকে ২৭ টাকা নির্ধারণ করেছে। একইভাবে ডিএপি সারের মূল্য ডিলার পর্যায়ে ১৪ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা এবং কৃষক পর্যায়ে ১৬ টাকা থেকে ২১ টাকা করা হয়েছে। টিএসপি সারের মূল্য ডিলার পর্যায়ে ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে ২২ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে। এমওপি সারের মূল্য ডিলার পর্যায়ে ১৩ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা এবং কৃষক পর্যায়ে ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতৃবৃন্দ বলেন, সরকার ১ আগস্ট’২২ সালে ইউরিয়া সারের দাম কৃষক পর্যায়ে কেজিতে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করেছিলো। নেতৃবৃন্দ সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং কৃষিক্ষেত্রে আরও সহায়তা বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, এমনি বিদ্যুৎসহ সকল কৃষি পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা দিশেহারা। তাঁরা এই সরকারকে হটিয়ে কৃষক শ্রমিক মেহনতী মানুষের সরকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানান।