সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
14 Nov 2024 12:35 pm
সঞ্জু রায়, বগুড়া: জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলা শাখা এবং ইয়েস বাংলাদেশের উদ্যোগে সোমবার শহরের জলেশ্বরীতলা পিৎজা হাট রেস্টুরেন্টে শিশুদের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এনসিটিএফ বগুড়া জেলা শাখার সভাপতি নাফিজ মন্ডল ও সাধারণ সম্পাদক মালিহা ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম। ইফতার পূর্ব আলোচনা সভায় শরাফত ইসলাম বলেন, শিশুদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে ভূমিকা রেখে চলেছে এনসিটিএফ যা প্রশংসনীয়। শিশুরা যখন নিজেদের অধিকার সম্পর্কে জানবে তখনই তারা সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারবে। তিনি সকলের মাঝে জাতীয় জরুরী হটলাইন নম্বর ৯৯৯ এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। শুধু তাই নয় সকলকে নিজেদের লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি নেতৃত্বের বিকাশে কো-কারিকুলাম কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের আহবান জানান।
আর শিশুদের সকল ভাল কাজে জেলা পুলিশ পরিবার সর্বদা পাশে থাকবে মর্মেও জানান এই কর্মকর্তা। এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার সাংবাদিক সঞ্জু রায়ের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বগুড়া সুহৃদ সমাবেশের সভাপতি সমাজসেবক আবু মোত্তালিব মানিক, এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা শেখর রায় এবং পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পী। আলোচনা সভায় শিশুদের মাঝে পর্যায়ক্রমে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জান্নাতুল নাফিসা লুহী, যুগ্ম সম্পাদক সাকিব খান, শিশু গবেষক জায়মা আলম মারিয়াম, শিশু সাংবাদিক যথাক্রমে মুশফিকুর রহমান ও মেহেরুন নেছা লামইয়া, চাইল্ড পার্লামেন্ট মেম্বার যথাক্রমে মিরাব্বী হাসান ও তাহবীবা তাবাসসুম।
এছাড়াও নিজেদের অর্জন ও আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন ইয়েস বিডি বগুড়া শাখার নেতৃবৃন্দ যথাক্রমে ভলেন্টিয়ার হাবিবা নাসরিন, জুবাইর আহমদ, আফিয়া ইবনাত নকশি, সামিউল হক নাহিয়ান, আদনান প্রমুখ। আলোচনা শেষে সারাবিশ্বের সকল শিশুর সুন্দর জীবন গঠনের প্রত্যাশায় দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন এনসিটিএফ বগুড়ার শিশু গবেষক রোকনুল ইসলাম।