সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
14 Nov 2024 12:50 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামালপুর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যোগে জাকাতমেলা অনুষ্ঠিত হয়।
সোমবার জামালপুর জেনারেল হাসপাতাল প্রশাসনিক ভবনে জাকাতমেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, রোগী কল্যাণ সমিতির নবনির্বাচিত সহসভাপতি জিএস মিজানুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য সাযযাদ আনসারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ তমিজুল ইসলাম।
সভার শুরুতেই সমিতির সহসভাপতি খন্দকার আব্দুল মতিন, আজীবন সদস্য খন্দকার হাফিজুর রহমান বাদশা ও সুকুমার চৌধূরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
জাকাতমেলায় এদিন নগদ ও প্রতিশ্রুতির অর্থ আসে অর্ধলক্ষাধীক টাকা। সমিতি সকল সদস্য নিজেদের এবং অন্যদের কাছ থেকে টাকা আদায়ে ভূমিকা রেখে সমিতির তহবিলকে সমৃদ্ধ করার জন্য সভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়। এক্ষেত্রে ব্যপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। আগামী বছর রোজার শুরুতেই জাকাতমেলার আয়োজন করার প্রস্তাব করা হয়।