বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
17 Nov 2024 02:53 am
জাতীয় পার্টি কারো কাছে জিম্মি বা ক্রীতদাস হতে রাজি নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, কারো সঙ্গে জোটবদ্ধ হলে চোখে চোখ রেখে বন্ধুত্ব করবে জাতীয় পার্টি। কারো ‘বি টিম’ নয় দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চায় জাতীয় পার্টি।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে এক পরিস্থিতি, না এলে আরেক পরিস্থিতি। জাতীয় পার্টি যার সঙ্গেই জোটবদ্ধ হয়ে নির্বাচন করুক না কেন, দরকষাকষি করে জাতীয় পার্টির স্বার্থরক্ষা করা হবে।
নির্বাচনে প্রার্থী দেয়ার প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, সিটি নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। এ ক্ষেত্রে ত্যাগী নেতাদের প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেয়া হবে।
সাধারণ মানুষ আইনগতভাবে সমান সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, দেশে আইন সবার জন্য সমান নয়। কোনো দলের লোকের জন্য একরকম, সাধারণ মানুষের জন্য আরেকরকম।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জিএম কাদের বলেন, ধারকর্জ করে দেশ চালানোর কারণে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। রিজার্ভ শূন্য হয়ে গেছে। মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। এসব হচ্ছে অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের জন্য, দুর্নীতির জন্য। এ ধরনের মেগা প্রজেক্ট লাভজনক হতে পারে না।