রবিবার, ২৬ মার্চ, ২০২৩
06 Nov 2024 01:13 am
শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ- বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী নুনগোলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদ আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া শহর আওয়ামীলীগের সহসভাপতি, নিশিন্দারা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা ও এপিপি এ্যাডঃ খায়রুল বাশার নীলুজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ জানাতে হবে। তাদের শুধু লেখাপড়াতেই বড় বানালেই হবেনা মানবতা মনুষ্যত্ব এবং বিবেকের দিক থেকেও অনেক বড় সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে"।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, স্বাধীনতার উপরে লেখা কবিতা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগীতা শুরু হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আতিকুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমান ও ইংরেজী শিক্ষক সুহেল উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, ফিরোজ আল মামুন স্বপন, রশীদুল বারী, মহফেলা বেগম, হেলেনা বেগম, সুহেল উদ্দীন, আব্দুল আওয়াল, তিন্না খুরশিদা জামান, আজিজুল হক, ইসাহাক আলী, অফিস সহকারী মিজানুর রহমান, ৪র্থ শ্রেনীর কর্মচারী আব্দুল খালেক, বুলবুলি বেগম, বিপুল মিয়া প্রমুখ।