বুধবার, ২২ মার্চ, ২০২৩
13 May 2025 10:43 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবন্ধাঃ জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ২০ লিটার চোলাইমদসহ জাদুলাল বাবু জয় (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাদুলাল উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত হীরা লালের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের জাদুলালের নিজ ঘরের খাটের নিচ থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পাশাপাশি জাদুলালকে গ্রেফতার করা হয়।
ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার জাদুলালকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।