মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
13 May 2025 05:18 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- আসন্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন উপলক্ষে বগুড়ায় মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের দত্তবাড়ীতে এ সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুত্তালিব মানিকের সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৈনিক কালের খবর পত্রিকার সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান ডিউক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান মিন্টু। এসময় আরো বক্তব্য রাখেন বগুড়া বি এড কলেজের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, সাবেক সহকরী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসনে খান রতন, মোজাম্মেল হোসেন, নুরুল আমিন ফুল মিয়, আব্দুল বারী,বীর শাহাজান আলী, সাদেক আলী, জেলা সন্তান কমান্ডের সভাপতি শাহীন, বগুড়া মাইক্রোবাস এম্বুলেন্স মালিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী লিংকনসহ প্রমখ। সভায় বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বচান নিয়ে আলোচনা করা হয়।