মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
09 Mar 2025 06:52 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সান্তাহার পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন তার জন্মদিনে কোন আনন্দ কিংবা বিলাসিতা না করে সান্তাহার রেলওয়ে স্টেশনে ভাসমান দু:স্থ্য ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।
গত সোমবার রাত ৯টার তিনি নেতাকর্মীদের নিয়ে সান্তাহার রেলস্টেশনে ভাসমান অসহায় ও দু:স্থ্য মানুষের মাঝে এই রান্না করা খাবার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর হুমায়ন কবীর বাদশা, আলাউদ্দীন, ডাক্তার এসএম শফি উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মশিউর রহমান সজল, শিক্ষক তৌহিদ, ব্যবসায়ী জিল্লুর রহমান সাজু প্রমুখ। মনোয়ার জাহিদ রোকন তার জন্মদিনে আনন্দ বা কোন বিলাসিতা না করে প্রায় তিন শতাধিক ভাসমান অসহায়দের মাঝে খাবার বিতরণ করে জন্মদিন পালন উৎসব করেন।
আবু মুত্তালিব মতি