মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
10 Mar 2025 03:08 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাওহীদ ইসলাম ওরফে তারেক (২৫) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (১৩ মার্চ) রাত ১০ টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয।
তাওহীদ ইসলাম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পারঘাটা পারসন গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এ ব্যাপারে তানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের বাহাদুরপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে রাতেই অভিযান চালিয়ে বাহাদুরপুর গ্রামের জনৈক রশিদের মাছচাষের প্রযেক্টের সামনে পাকা রাস্তা থেকে মাদককারবারি তাওহীদ ইসলাম ওরফে তারেককে গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
আবু মুত্তালিব মতি।