সোমবার, ১৩ মার্চ, ২০২৩
15 Nov 2024 12:12 am
এস এম দৌলত, জেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), দুই যাত্রী ওমরপুর গ্রামের তানসেন আলীর শিশুপুত্র আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নন্দীগ্রাম থেকে রওনা দিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া শহর দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নাটোরগামী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। পিকআপ ভ্যানের চালক-হেলপারসহ আহত ছয়জনকে সেখান থেকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাহন দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।