বুধবার, ০১ মার্চ, ২০২৩
27 Jan 2025 01:51 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় পুলিশ কনস্টেবল নিয়োগে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ৪ যুবককে আটক করেছে ডিবি পুলিশ ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোখলেছুর রহমান।
আটককৃতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহ আলম মন্ডল, গোলাম রব্বানী, সাজেদুল ইসলাম ও শফিকুল ইসলাম।
ওসি মোখলেছুর রহমান বলেন, জাকারিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তার ছেলের চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা ও আরেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করলে অভিযান চালিয়ে গাইবান্ধা সদর এলাকা থেকে প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়। তবে প্রতারক দলের মূল হোতা আব্দুল্লাহেল মেহেদী রাসেলকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধ সুন্দরগঞ্জ থানায় প্রতারণার মামলা হয়েছে। বিকেলে প্রতারক চক্রের চার সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । সেই নিয়োগকে কেন্দ্র করে প্রতারণার জাল ফেলেছিল চক্রটি।