বুধবার, ০১ মার্চ, ২০২৩
15 Jan 2025 05:58 am
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলিতে অটোবাইকের সাথে কুকুরের ধাক্কা খেয়ে অটোবাইক উল্টে মিজানুর রহমান (৩২) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছে।বুধবার সকালে উপজেলার ডাঙ্গাপড়া সড়কের খট্টা মাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালক খট্টা গ্রামের আইনুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,সকালে অটোবাইক চালিয়ে মিজানুর রহমান ডাঙ্গাপাড়া বাজারে যাচ্ছিলো।খট্টা মাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী নামকস্থানে পৌছালে একটি কুকুরের সাথে অটোবাইকের ধাক্কা লেগে অটোবাইকটি উল্টে যায়।চালক মিজানুর অটোবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম