শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 09:38 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পদযাত্রা পুলিশের বাধায় শেষ হয়ে গেছে। গতকাল শনিবার (১১ ফেব্রæয়ারী) বেলা ১০ টায় দলীয় কার্য়ালয় থেকে পদযাত্রা শুরু করে উপজেলা পরিষদের সামনে গেলে সেখানে পুলিশের বাধার মুখে পরে। এসময় পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা সেখান থেকে ফিরে দলীয় কার্য়ালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
আদমদীঘি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। এসময় উপস্তিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আহমেদ, সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, শাহিন হোসেন, শফিকুল ইসলাম খান লিখন, মাহফুজুল হক টিকন, আব্দুল বাকি সরকার, আনোয়ারুল হক, দুলাল হোসেন, এঞ্জেল, যুবদল আহবায়ক মিনহাজুল ইসলাম, এসএম জুয়েল রানা, রিয়ন সরকার, কৃষকদলের আহবায়ক আবু রায়হান, ছাত্রদল সম্পাদক জাহিদ, শ্রমিক দল নেতা মিজানুর রহমান, জুলফিকার প্রমুখ। পদযাত্রায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবর্গ।
আবু মুত্তালিব মতি