শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
05 Jan 2025 06:45 am
এমন গর্বের মুহূর্ত এনে দেওয়ায় মোটা অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের অন্যতম শিল্পপতি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। কিংডম হোল্ডিং সিও ৪২৮২০.এসই- এর চেয়ারম্যান হওয়ার পাশাপাশি আল হিলাল ক্লাবের অন্যতম ভক্ত তিনি। তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোয় আল হিলালের প্রত্যেক ফুটবলারকে ১ মিলিয়ন সৌদি রিয়াল (২ কোটি ৮৩ লাখ টাকা) দেবেন আলওয়ালিদ। শুধু তা-ই নয় ফাইনালে জিতলে সমপরিমাণ মূল্যের বোনাস দিতেও রাজি আছেন এই ধনকুবের। আলওয়ালিদ ছাড়াও সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৫ লাখ রিয়াল (১ কোটি ৪২ লাখ টাকা) পাচ্ছেন আল হিলালের ফুটবলাররা। সব মিলিয়ে বোনাসের অংকটা ৪ কোটি টাকারও বেশি।
বিশ্ব ফুটবলে এখন অন্যতম নাম হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল তারা। বিশ্বকাপের পরপরই ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টেনে চমক দেখায় দেশটির ক্লাব আল নাসের।
এদিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে আগামী ১০ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আল হিলাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে মরক্কোর প্রিন্স মৌলে আব্দেল্লাহ স্টেডিয়ামে।