শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 04:41 pm
দারুণ ফুটবল খেলে পুরো টুর্নামেন্টের প্রায় সব ট্রফি জিতেছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। একটি করে গোল করেছেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়র ও উন্নতি খাতুন।
ফাইনালে এক গোল করে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে এবার ৫ গোল করেছেন বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার। যা টুর্নামেন্ট সেরা। যার ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের ট্রফিটি উঠেছে তার হাতে।
শুধু সর্বোচ্চ গোলদাতার পুরস্কারই নয়, বাংলাদেশের অধিনায়কের হাতে উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কারও। এদিকে এবারের সাফে সেরা গোলরক্ষকও হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের রুপনা চাকমা পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। তবে টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিটা পেয়েছে ভুটান।
তবে এবারের টুর্নামেন্টে মূল দৃষ্টি ছিল বাংলাদেশের অধিনায়কের উপর। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৫ দলে এবং গত বছর অনূর্ধ্ব-১৮ দলের অধিনায়ক ছিলেন শামসুন্নাহার। দুই আসরে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি তিনি। এবার টুর্নামেন্টের শুরুতে চোট পেয়েছিলেন তিনি। তবে চোটকে জয় করে টুর্নামেন্ট সেরার পাশাপাশি সেরা গোলদাতাও হন তিনি।