শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 12:47 am
৭১ভিশন ডেস্ক:- আপেল বসুনীয়া,নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার চিলাহাটিতে খাসি মোটাতাজাকরণ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।আধুনিক পদ্ধতিতে খাসি মোটাতাজাকরণ করার লক্ষ্যে এ প্রশিক্ষণ গত বুধ ও বৃহস্পতিবার চিলাহাটিতে অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর বাস্তবায়নে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন নীলফামারী প্রাণিসম্পদ ট্রেইনার ডাঃ মশিউর রহমান, ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হক, সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোহাম্মদ মোশারফ হোসেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।