শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
10 Jan 2025 05:02 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইটভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানোর দায়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামে শামীম মিয়ার মালিকানাধীন এলএমবি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ। সঙ্গে ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান ই মোবারক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এছাড়া ইট পোড়াতে কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছিল। দুপুরে ওই ইটভাটায় আভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের এমএসএ ও সাবদিন ভগবতীপুর গ্রামের এসএসবি ইটভাটায় এ অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।