বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩
04 Jan 2025 04:47 pm
৭১ভিশন ডেস্ক:- বাংলা নাটক জানার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে বগুড়া থিয়েটার কার্যালয়ে কলেজ থিয়েটারের তিন দিনব্যাপী নাট্যকর্মশালা শুরু হয়েছে।
এদিন বিকেল ৪টায় হয় নাট্যকর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়ের সঞ্চালনায় কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সংস্কৃতিক জোট বগুড়ার সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক ও বগুড়া থিয়েটারের সভাপতি প্রদীপ শংকর ভট্টাচার্য, সম্মিলিত সংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি ও আনন্দ কণ্ঠর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ থিয়েটারে নাট্যবন্ধু ঐশী রায়, বিশাল চাকি, পিয়াস চন্দ্র বর্মন, পিয়াস কুন্ড, শাহরিয়ার সিফাত, মেহেদী হাসান, শামীম, হাসান প্রমুখ।
প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থিয়েটারের নাট্যকর্মী বিধান কৃষ্ণ রায়। বিষয় ছিল থিয়েটার গেমিং, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জাকিউল ইসলাম সবুজ (আদর্শ ডিগ্রী কলেজ ও অর্থ সম্পাদক বগুড়া থিয়েটার) কর্মশালায় জানানো হয় ও শপথ নেওয়া হয় তরুণ প্রজন্মকে বাংলা নাটকের ইতিহাস সুন্দর করে জানবো, স্মার্ট বাংলাদেশ গড়বো।