বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 12:11 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাসান মিয়া (১৮) নামের এক শিক্ষার্থী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করেছে। এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় আত্নহত্যা করেছে বলে স্বজনরা জানায়।
বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) উপজেলার শিবপুর ইউনিয়নের দড়িদহ গ্রামে এ ঘটনা ঘটে। হাসান আলী পাড়াকচুয়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, হাসান আলী স্থানীয় পিয়াপুর আইজিএম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে। এরপর দড়িদহ গ্রামের নানার বাড়িতে অবস্থান করছিল। বুধবার ওই পরীক্ষার ফলাফল প্রকাশ হলে হাসান আলী অকৃতকার্য হয়। এতে লোক লজ্জায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায় হাসান আলী। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। এরপর উদ্ধার স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে হাসান আলী মারা গেছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সোলায়মান আলী সরদার বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ করেনি তিনি।