বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩
06 Jan 2025 09:13 pm
এস এম দৌলত, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে দশ জনকে আটক করেছে পুলিশ। আজ ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং বাকি সাতজন নারী। এদের বাড়ি বগুড়া, নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট ও বাগেরহাট জেলায়। আজ ৯ ফেব্রুয়ারী বিকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ।
এসআই ইমতিয়াজ বলেন, শহরের মাটিডালী এলাকায় টাইম স্কয়ার নামে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে বলে জাতীয় পরিসেবা ‘৯৯৯’ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে দশজনকে আটক করে। বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।