বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩
08 Jan 2025 01:16 am
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ-জামালপুরে পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক জামাই আসাদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। র্যাবের জিজ্ঞাসাবাদে আসাদ জানান পারিবারিক কলহের জেরেই শাশুড়িকে গলা কেটে হত্যা করেন তিনি। গ্রেফতারকৃত আসাদ মিয়া রইজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ পড়তে যান সুরাইয়ার স্বামী আজিজুল হক। নামাজ শেষে ৬টার দিকে গরু বের করার জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন তার স্ত্রী সুরাইয়া গলাকাটা অবস্থায় পড়ে আছে। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
সকাল ১০টার দিকে মেলান্দহ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী আজিজুল হক বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা করেন। এরপর থেকে র্যাব-১৪, সিপিসি-১, ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে বুধবার বিকেলে টুপকার চর এলাকা থেকে জামাতা আসাদ মিয়াকে গ্রেফতার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে আসাদ জানান, নিহতের মেয়ে রোকিয়া খাতুনের সঙ্গে তার বিবাহের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো। ওই কলহের জেরে তার শাশুড়ি সুরাইয়া খাতুনকে গলা কেটে হত্যা করেন তিনি।