বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৩
07 Jan 2025 04:12 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গোবিন্দগঞ্জে নিস্পাপ নবজাতক সন্তানকে দ্ত্তক নিতে চান নিঃসন্তান রাজিব মিয়ার স্ত্রী।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামে আজ ৯ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) সকালে এক নিস্পাপ নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করলো স্থানীয় জনগন।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের পশ্চিম পাতারে ডা. দুলু মিয়ার জমির রাস্তার পাশে কে বা কাহারা পিতৃহীন এ নবজাতক সন্তানকে ফেলে রেখে যায়।
ওই গ্রামের লোকজন সকাল বেলা মাঠে কাজের উদেশ্য বের হলে, ওই শিশুর কান্না শুনতে পেয়ে এগিয়ে যায়।
এ সময় খবর পেয়ে ওই গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী মোছা. নাহিদা বেগম দ্রুত ঘটনার স্থলে পৌঁছে নবজাতক সন্তাকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে এসে ডাক্তার ডেকে তার চিকিৎসা করান। চিকিৎসা চলাকালীন তার দেবর নিঃসন্তান রাজিব মিয়া (২৭) জানতে পেরে শিশুটিকে দত্তক হিসেবে লালন- পালনের ইচ্ছা পোষন করলে তার স্ত্রীর কোলে নাহিদা বেগম ওই সন্তানকে তুলে দেন। শিশুটি এখন সুস্থ্য আছে বলে তারা জানান।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েলের কাছে জানতে চাইলে, তিনি বলেন, দত্তক হিসাবে সন্তান নিতে অনেক আইনি জটিলতায় পড়তে হয়। তবে সামাজিক ভাবে যদি সবার সম্মতিক্রমে ওই ব্যাক্তি পিতৃহীন নবজাতক সন্তানের দায়িত্ব নিতে চাইলে কারো আপত্তি থাকার কথা নয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিনের সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা বলার চেষ্টা করলে, তিনি ফোন রিসিভ করেননি।