বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
07 Jan 2025 04:23 pm
সঞ্জু রায়, বগুড়া: রাজশাহী শিক্ষবোর্ডের অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বগুড়ার দুটি কলেজের কেউ পাস করেনি যা নিয়ে জেলায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান দুইটি হলো, বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ ও কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ।
বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী এই নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ থেকে ৬ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দু’কলেজের মোট ১১ জন শিক্ষার্থীর সবাই শুধু মাত্র ইংরেজি বিষয়ে ফেল করেছে।
শিক্ষা অফিসার হযরত আলী অত্যন্ত দুঃখের সাথে জানান, শিক্ষা প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষের কাছে কারণ দর্শানো হবে। এ বিষয়ে প্রকৃত কারণ খুঁজে দেখা হবে।