বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
07 Jan 2025 05:13 pm
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বুধবারর দুপুরে গাবতলী উপজেলার পাঁচমাইল বাজার এলাকা থেকে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া জাহিদ হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মৃত মোবারক আলীর ছেলে। র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তার বিরুদ্ধে গাবতলী থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।