বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩
31 Dec 2024 04:44 am
সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বিদ্যুত, গ্যাস, চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারের পদত্যাগের দাবীতে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির ঘোষিত ১১ ফেব্রæয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা বিকালে শিবগঞ্জ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি কর্তৃক দায়িত্ব প্রাপ্ত নেতা শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মাস্টার হারুনুর রশীদ, পৌর বিএনপি নেতা এম আবু তাহের, ফজলুর রহমান, মামুন তালুকদার, ওয়ারেছ চেয়ারম্যান, ওবায়দুর রহমান, তাহেরুল ইসলাম, আবু সাইদ, উপজেলা যুবদল সভাপতি আনোয়ারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, পৌর যুবদল সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী তমাল, স্বেচ্ছা সেবকদল নেতা মাসুদ রানা, রায়হানুল হক রনি, জুয়েল বাপ্পী, মেহেদী হাসান, শ্রমিকদল নেতা রেজাউল, এজাজ, মিজানুর, কৃষকদল নেতা আঃ ছালাম, দলিলুর দুলু, জহুরুল ইসলাম, মহিলা দল নেত্রী মিনারা বেগম, ফাইমা আক্তার, ছামছুন্নাহার, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আল-আমিন প্রমুখ। সভায় উপঝেলার ১২টি ইউনিয়ন পৌরসভার ৯টি ওয়ার্ড এর নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।